• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

স্বামীকে কারাদণ্ড দিয়ে স্ত্রীকে খাদ্য সহায়তা!


দিনাজপুর প্রতিনিধি আগস্ট ২৪, ২০২১, ১২:২৮ পিএম
স্বামীকে কারাদণ্ড দিয়ে স্ত্রীকে খাদ্য সহায়তা!

ছবি : মাদক সেবন অপরাধে কারাদণ্ড

দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে মাদক সেবনের অপরাধে মানিক মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার স্ত্রী ও সন্তানদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

সোমবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে পৌর শহরের ইসলাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মানিক ওই এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি রিকশা চালিয়ে সংসারের খরচ চালান।

পরিমল কুমার সরকার জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের সময় হাতে-নাতে ধরা পড়েন মানিক মন্ডল। তাই তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। আর তার দুই সন্তানও খুব ছোট। তাই মানবিকতা থেকে তার পরিবারকে চাল, ডাল, আটা, তেল, সেমাই, লবন, চিনিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!