• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ধর্ষণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার


কুড়িগ্রাম প্রতিনিধি সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৪:৪৭ পিএম
ধর্ষণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার

ছবি : বিএনপি নেতা গ্রেফতার

কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল হক জোদ্দারকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) লালমনিরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় রিয়াজুল হক জোদ্দারকে লালমনিরহাট থেকে গ্রেফতার করা হয়। শনিবার (১৮ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠায় চিলমারী মডেল থানা পুলিশ।

গ্রেফতার রিয়াজুল হক জোদ্দার উপজেলার চিলমারী ইউনিয়নের চর কড়াইবরিশাল এলাকার মৃত ফুলগনির ছেলে।

পুলিশ জানায়, গত ২৫ জুলাই নৌকায় এক স্বামী পরিত্যক্ত নারী ধর্ষণের শিকার হন। পরে বাদী মামলা করলে দীর্ঘদিন এজাহারভুক্ত আসামি পলাতক থাকলেও শুক্রবার তাকে লালমনিরহাট থেকে গ্রেফতার করা হয়।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ধর্ষণ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একজনকে লালমনিরহাট থানা পুলিশের সহযোগিতায় লালমনিরহাট থেকে গ্রেফতারের পর বিধি অনুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!