• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিখোঁজ


ঝিনাইদহ প্রতিনিধি সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৬:৩৩ পিএম
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিখোঁজ

ছবি : নিখোঁজ ছাত্রী শামছুন্নাহার

ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর শহর থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী শামছুন্নাহার (২৪) নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মহেশপুর থানায় একটি জিডি করা হয়েছে।

নলডাঙ্গা আনোয়ারা খান প্রি-ক্যাডেটের শিক্ষীকা শামছুন্নাহার কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জামাল ড্রাইভারের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) শামছুন্নাহার মহেশপুরের দূর্গাপুর গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে যান।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে মহেশপুর পৌরসভার হাটখোলা বাসস্ট্যান্ড শেষবারের মতো তাকে দেখা যায়। দুলাভাই মোমিনুর রহমান জানান, শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস থাকায় সকাল ৭টার সময় শামছুন্নাহার বেরিয়ে পড়ে। তার মোবাইলে ফোন করা হলে সে জানায় গাড়ির জন্য অপেক্ষা করছে। তার পর থেকে শামছুন্নাহারের মোবাইলটি সচল থাকলেও কেউ ফোন ধরছিলো না।  

আরও জানা যায়, অনেক্ষণ অতিবাগিত হওয়ার পর অপর প্রান্ত থেকে ফোন ধরে বলা হয় এটি খুলনার গললামারী এবং এটি আমার স্বামীর ফোন। পরবর্তীতে যতবার ফোন করা হয় ততবারই ফোন ধরে পুরুষ কন্ঠে বলতে থাকে এটি আমার ফোন।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, কল ট্রাকিং করে ঝিনাইদ শহরে লোকেশন পাওয়া গেছে। তিনি মহেশপুর থানায় জিডি করার পরামর্শ দেন। এ বিষয়ে মহেশপুর থানায় ৮৪৪ নাম্বারে একটি জিডি করা হয়েছে। এদিকে শামছুন্নাহারের খোঁজ না পেয়ে পরিবারে লোকজন দিশেহারা হয়ে পড়েছে। সন্তানের জন্য আহাজারী করছে বৃদ্ধ মা। শামছুন্নাহার অপহৃত হতে পারেন বলে পরিবারের আশংকা। ইতিপুর্বে ঝিনাইদহ সরকারী নুরুন্নেহার মহিলা কলেজের এক ছাত্রী কলেজ যাওয়ার পথে অপহৃত হয় এবং তাকে খুলনা এলাকায় পওয়া যায়।’

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!