• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

মাকে কুপিয়ে জখম করলো পালক ছেলের


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৬:৫৪ পিএম
মাকে কুপিয়ে জখম করলো পালক ছেলের

ছবি : তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

নোয়াখালী : মাকে কুপিয়ে জখমের অভিযোগে পালক ছেলে মো. রুবেলসহ (২০) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জে।

বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে শনিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে তাদের আটক করা হয়। পরে রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার রুবেল বসুরহাট পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মো. মুকবুল আহমদের ছেলে। অন্যরা হচ্ছেন, একই এলাকার সিরাজ উল্যাহর ছেলে মো. সালাহ উদ্দিন (২২) ও মো. ইউসুফের ছেলে মো. ইউনুস (২১)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার গণমাধ্যমকে বলেন, রাত পৌনে ১টার দিকে শোকেসের চাবি চেয়ে না পেয়ে পারুল আক্তার (৫০) নামের এক নারীকে বঁটি দিয়ে কুপিয়ে আহত করে তার পালক ছেলে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত নারীর স্বামী মো. মুকবুল আহমদ রাতেই মামলা করেছেন। পরে মো. রুবেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!