• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আড়াই বছর স্বামী-স্ত্রী পরিচয়ে ‘সংসার’, অতঃপর তরুণীর অনশন


ফরিদপুর প্রতিনিধি সেপ্টেম্বর ২৫, ২০২১, ০১:৩৩ পিএম
আড়াই বছর স্বামী-স্ত্রী পরিচয়ে ‘সংসার’, অতঃপর তরুণীর অনশন

ছবি (প্রতীকী)

ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রেমিকের বাড়িতে তিনদিন অনশন শেষে এক তরুণীর (২১) বিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে প্রেমিক হুমায়ুন মোল্লার (২৯) নিজ বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে প্রায় আড়াই বছর ধরে তারা একসঙ্গে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করেছিলেন।

হুমায়ুন মোল্লা চতুল ইউনিয়নের শুবদেবনগর গ্রামের মৃত জবেদ মোল্লার ছেলে। আর ওই তরুণী বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বড়করপাকর গ্রামের মেয়ে।

জানা যায়, বোয়ালমারী উপজেলার শুকদেবনগর এলাকার হুমায়ুন মোল্লা ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। একই কারখানায় কাজ করতেন ওই তরুণী। একই কোম্পানিতে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় আড়াই বছর ধরে তারা একসঙ্গে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়েও বসবাস করেছেন। এরপর কোন একদিন হুমায়ুন সেখান থেকে পালিয়ে যায়।

পরে ওই তরুণী কোন উপায়ন্তর না পেয়ে প্রেমিকের স্থায়ী বাড়ি বোয়ালমারীতে গত ২১ সেপ্টেম্বর এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত হুমায়ুনের পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে।

চতুল ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কারামত আলী খান শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ওই প্রেমিক জুটির বিয়ের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিয়ের দাবিতে অনশনে থাকা মেয়েটির বিয়ে বৃহস্পতিবার রাতে ছেলের পারিবারিক সম্মতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পড়িয়েছি। তাদের বিয়ের কাবিন রেজিস্ট্রারে ১ লাখ ২৫ হাজার টাকা দেনমোহর ধার্য করা হয়েছে। ’

বর্তমানে স্বামী-স্ত্রী দুজনেই হুমায়ুনের শুবদেবনগর গ্রামের বাড়িতে রয়েছেন বলেও জানান কারামত আলী খান।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!