• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জমির বিরোধ ঘরের বেড়া কেটে মাদরাসাছাত্রী হত্যা


কুমিল্লা প্রতিনিধি অক্টোবর ২, ২০২১, ০১:০৮ পিএম
জমির বিরোধ ঘরের বেড়া কেটে মাদরাসাছাত্রী হত্যা

ছবি : মাদরাসা ছাত্রীকে গলা কেটে হত্যা

কুমিল্লা : কুমিল্লা চান্দিনায় সালমা আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রীকে ঘরের বেড়া কেটে বের করে নিয়ে গলা কেটে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২ অক্টোবর) সকালে উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তুপুর গ্রামের একটি পুকুর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত সালমা আক্তার একই এলাকার সোলাইমান ব্যাপারীর মেয়ে। সে গোল্লাই দারুল উলম ইসলামীয়া মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

আরও পড়ুন - ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

নিহত ছাত্রীর বাবা সোলাইমান ব্যাপারী অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের ছেলে শাহ কামাল, শাহ জালাল ও ভাতিজি জামাই ওযায়েরের সঙ্গে জমির টাকা পাওনা নিয়ে বিরোধ চলছিল। একটি জমি কিনে ৫ লাখ টাকা দেওয়ার কথা বলে প্রাথমিকভাবে ১০ হাজার টাকায় জমি বায়না করে তারা। কিন্তু পরে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে ওই ১০ হাজার টাকাও ফেরত নিয়ে নেয় এবং বলে কোনো টাকাই দেবে না।’

তিনি আরও জানান, বিষয়টা মীমাংসা করার জন্য গ্রাম্য মাতবরদের জানালেও তারা কোনো উদ্যোগ নেননি। পরে ভাতিজি জামাই ও ভাইয়ের ছেলেদের টাকা দিতে বললে তারা তার স্ত্রীর ওপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন - অপু বিশ্বাস নয় জায়েদের বিপরীতে শ্রাবন্তী

শুক্রবার (১ অক্টোবর) হামলার ভয়ে তিনি বাড়ির বাইরে ছিলেন। রাতে তার মেয়ে বাড়িতে একা ছিল। এই সুযোগে তারা সালমা আক্তারকে তুলে নিয়ে গলা কেটে হত্যা করে পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ করেন তিনি।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!