• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন


জামালপুর প্রতিনিধি অক্টোবর ৩, ২০২১, ০৬:০১ পিএম
বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ছবি : বাবাকে হত্যার দায়ে কারাদণ্ড

জামালপুর : জামালপুরে বাবাকে হত্যার দায়ে শাহিনুর রহমান নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

রোববার (৩ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জের খড়মা খানপাড়া এলাকায় পারিবারিক কলহে বাবা আবু সাঈদকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করে শাহিনুর। গুরুতর অবস্থায় আবু সাঈদকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে ময়মনসিংহ মেডিকেল যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

আরও পড়ুন - নতুন স্বামীকে নিয়ে নতুন বাসায় মাহি

এ ঘটনায় নিহতের মেয়ে কালনী আক্তার বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা করেন। কিছুদিন পলাতক থাকার পর শাহিনুর ২০১৭ সালের ১০ ডিসেম্বর আত্মসমর্পন করেন।

এদিকে, মামলার ২৫ জনের মধ্যে ১৬ সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!