• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বিয়ের ৫ দিনের মাথায় স্বামীকে অচেতন করে নববধূ উধাও


নোয়াখালী প্রতিনিধি অক্টোবর ১৪, ২০২১, ১০:৪৪ এএম
বিয়ের ৫ দিনের মাথায় স্বামীকে অচেতন করে নববধূ উধাও

নোয়াখালী : নোয়াখালীর চাটখিল উপজেলায় বিয়ের পাঁচদিনের মাথায় এক নববধূ উধাও হয়ে গেছেন।

বুধবার (১৩ অক্টোবর) বিকেলে কনের পরিবার চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর আগে মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে উপজেলা বানসা গ্রামের সফিউল্লাহ বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।  

গত শুক্রবার (৮ অক্টোবর) পারিবারিকভাবে উপজেলার বানসা গ্রামের আবদুল জলিলের মেয়ে শারমিন আক্তারের (২১) সাথে একই উপজেলার সাজ্জাদ হোসেনের (৩০) বিয়ে হয়। গত মঙ্গলবার (১২ অক্টোবর) সাজ্জাত তার স্ত্রী শারমিনকে নিয়ে শশুর বাড়িতে বেড়াতে যান। সেখানে শারমিন রাতে সাজ্জাদকে চেতনানাশক ওষুধ খাইয়ে দিয়ে পরিবারের সদস্যদের অগোচরে উধাও হয়ে যায়।  

এসময় শারমিন ১০ ভরি স্বর্ণাংলকার, ৫০ হাজার টাকা ও বিদেশি ১৫ হাজার রিয়ালসহ মোট ১০ লাখ ৮০ হাজার টাকার মালামাল সাথে নিয়ে যায়।

ভুক্তভোগীর মা জানান, তিনি বুধবার সকালে সংবাদ পেয়ে সাজ্জাদের শশুর বাড়িতে গিয়ে তার ছেলেকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে সাজ্জাদকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

এ বিষয়ে জানতে শারমিনের বাবা আবদুল জলিলের মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি। তার বড় মেয়ে রুমি ফোন রিসিভ করে শারমিন পালিয়ে যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, কোথায় বা কার সাথে পালিয়ে গেছে তা আমাদের জানা নেই।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেয়া হবে।  

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!