• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

কর্মহীন মানুষের ভেতর শাহজালাল ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৪, ২০২১, ০৫:৪৭ পিএম
কর্মহীন মানুষের ভেতর শাহজালাল ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ

ছবি : ত্রাণ বিতরণ

নরসিংদী : শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় মিজবাহুল উলুম মডেল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক খন্দকার শাকিব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০০০ (দুই হাজার) পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মিজবাহুল উলুম মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মো. আকমাল হোসেন রাশেদী, ব্যাংকের মধাবদী শাখার ব্যবস্থাপক জনাব মো. জিয়াউর রহমান এবং চিনিশপুর শাখার ব্যবস্থাপক জনাব মীর মো. আবু সুফিয়ান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

প্রতিবস্তায় ১০ কেজি চাল, ০১ লিটার তৈল, ০১ কেজি ডাল, ০.৫ কেজি লবণ এবং ০১ পিস সাবান হিসেবে মোট ২০০০ বস্তা ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!