• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

কাউন্সিলর থেকে আবারও সিএনজিচালক রাঙামাটির বাবু


রাঙ্গামাটি প্রতিনিধি অক্টোবর ১৫, ২০২১, ১১:৪৭ পিএম
কাউন্সিলর থেকে আবারও সিএনজিচালক রাঙামাটির বাবু

রাঙ্গামাটি : পৌর কাউন্সিলর থেকে আবারও পুরোনো পেশায় ফিরে এসেছেন রাঙামাটি ৪ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান বাবু।

তিনি ২০১৬ সালে রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। বিগত পৌর নির্বাচনে তিনি বর্তমান কাউন্সিলর নুর নবীর কাছে পরাজিত হন। এরপর থেকে তিনি একপ্রকার বেকার ছিলেন।

বুধবার (১৩ অক্টোবর) তিনি ফেসবুকে এক পোস্টে বাবু লিখেছেন, 'বহুদিন পর আবার পুরোনো পেশায়। সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।'

জানা গেছে, পরোপকারী মিজানুর রহমান জনকল্যাণে কাজ করে গেছেন। কাউন্সিলর হওয়ার আগে তিনি রাঙামাটি শহরে সিএনজি চালাতেন।

বাবুর একসময়ের সহকর্মী ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বাচিং মারমা বলেন, বাবু ভাই নিরহংকার ও পরোপকারী ব্যক্তি। কাউন্সিলর হওয়ার পর নিজেকে তিনি কখনো জনপ্রতিনিধি ভাবেননি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!