• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

পদ্মায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার


মুন্সীগঞ্জ প্রতিনিধি অক্টোবর ১৯, ২০২১, ০৭:৩৪ পিএম
পদ্মায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্না সেতুর ৩ নাম্বার পিলারের কাছ থেকে নিখোজ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় ২০ ঘন্টা পরে সাঈদ গাজী(৫৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

মাওয়া নৌ-পুলিশ ফাড়ীর ইনচার্জ আবু তাহের মিয়া জানান গতকাল সোমবার সন্ধ্যায় ৬টার দিকে আল-এহসান নামের বালুবাহী একটি ব্লালগেট মাওয়ায় নোঙ্গর করা ছিলো। এ সময়ে ব্লালগেটের রশি ছিরে গেলে সাঈদ গাজী নদীতে পড়ে নিখোঁজ হয়।

পরে মঙ্গলবার দুপুরে পদ্মা সেতুর ৩ নাম্বার পিলারের কাছ থেকে তাকে মৃত অবস্থায় উদ্বার করা হয়েছে।নিহত সাঈদ গাজী বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার জালির চর গ্রামের মৃত আয়নাল গাজীর পুত্র।সে ঐ ব্লালগেটের লস্কর হিসেবে কর্মরত ছিলো।

সোনালীনিউজ/এমএএইচ
 

Wordbridge School
Link copied!