• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

আবারও হাসপাতালে হেফাজতে ইসলামের আমির


চট্টগ্রাম প্রতিনিধি নভেম্বর ৭, ২০২১, ১২:১৫ পিএম
আবারও হাসপাতালে হেফাজতে ইসলামের আমির

ছবি : হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

চট্টগ্রাম : হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মাসের শেষের দিকে জ্বর নিয়ে আমির হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হওয়ার পর তাকে বাসায় আনা হয়। এরপর থেকে শরীর দুর্বল। তেমন কিছু খেতে পারছেন না।

মীর ইদ্রিস আরও বলেন, শরীর দুর্বল হওয়ায় আজ এক বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো হয়। তার পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়। আগামীকাল চিকিৎসকেরা আমিরের চিকিৎসার বিষয়ে বৈঠকে বসবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা যান। জানাজার আগে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমির ঘোষণা করেন হেফাজত মহাসচিব নুরুল ইসলাম। পরে সাংগঠনিকভাবে মুহিব্বুল্লাহ বাবুনগরী আমির নির্বাচিত হন। এর আগে তিনি সংগঠনের প্রধান উপদেষ্টা ছিলেন।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!