• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

নিখোঁজের ১০ দিন পর মেহগনি বাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধি  নভেম্বর ১০, ২০২১, ০১:২৮ পিএম
নিখোঁজের ১০ দিন পর মেহগনি বাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ১০দিন পর মিজানুর রহমান মিঠু (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার যুগিপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আজব আলি বিশ্বাসের ছেলে। 

পুলিশ জানায়, সোমবার (১ নভেম্বর) রাতের খাবার শেষে ৯টার দিকে বাড়ি থেকে বের হন মিজানুর রহমান মিঠু। তারপর আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজির পর তার কোনো সন্ধান না পেয়ে ৪ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি করে। বুধবার সকালে গ্রামের একটি মেহগনি বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এটি/এসআই

Wordbridge School
Link copied!