• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
ইউপি নির্বাচন

কক্সবাজারে সংঘর্ষে মেম্বার প্রার্থীর ভাই নিহত


কক্সবাজার প্রতিনিধি নভেম্বর ১১, ২০২১, ১২:৫৪ পিএম
কক্সবাজারে সংঘর্ষে মেম্বার প্রার্থীর ভাই নিহত

ছবি : সংগৃহীত

ঢাকা : দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নিবাচনে কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটছে বিভিন্ন ইউপিতে। কক্সবাজার সদরের খুরুশকুলে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। 

এদিকে ঘটনার পরপরই খুরুশকুল ইউপি নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত রেখেছেন নির্বাচনে দায়িত্বপালনকারী রিটার্নিং কর্মকর্তা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকতারুজ্জামান খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই।

কক্সবাজার র‌্যাব-১৫-এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ওমর ফারুক জানান, বৃহস্পতিবার ভোট চলাকালীন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুলের সমর্থকরা ব্যালট জোর করে ব্যালট পেপারে অবৈধ সীল মারার চেষ্টা করে। এ সময় শেখ কামালের ভাই আকতারুজ্জামান বাধা দিলে বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। 

এ সময় দায়ের কোপ এবং গুলিবিদ্ধ হন আকতারুজ্জামান। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মেজর মেহেদী জানান, এ ঘটনায় মেম্বার প্রার্থী শেখ কামালসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!