• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বেগমগঞ্জে গুলিবিদ্ধ হলেন চেয়ারম্যান প্রার্থী


নোয়াখালী প্রতিনিধি নভেম্বর ১১, ২০২১, ০৪:৪৩ পিএম
বেগমগঞ্জে গুলিবিদ্ধ হলেন চেয়ারম্যান প্রার্থী

ছবি : সংগৃহীত

নোয়াখালী : কেন্দ্র দখলের সময় নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমানের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের সময় নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে। 

এ সময় আহত চেয়ারম্যানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান। নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শহীদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্র দখলের চেষ্টা করলে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকদের সঙ্গে আনারস প্রতীকের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আনিসুর রহমানের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ১০ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আহত প্রার্থী আনিসুর রহমানের ছোট ভাই মো. আলী (২৬) ও খালাতো ভাই মোশাকপুরের মৃত সিরাজ মিয়ার ছেলে মো. মিরাজকে (২৪) আটক করা হয়েছে। আটক মো. আলীও গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

তিনি আরও বলেন, ভোটগ্রহণ স্বাভাবিক ও কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!