দিনাজপুর: হিলি স্থলবন্দর সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় ভারত থেকে আমদানিকৃত পাথর বোঝাই ট্রাক প্রবেশমুখে বিকল হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি সাড়ে ৪ ঘন্টা বন্ধের পর আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যকম।
সোমবার (১৫ নভেম্বর ) সকাল সাড়ে ১১টায় হিলি জিরো পয়েন্ট এলাকায় আমদানি শুরুর কিছুক্ষণ পরেই একটি পাথর বোঝায় গাড়ি বিকল হওয়ায় বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিকাল ৪ টায় গাড়িটি মেরামত হওয়ায় আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। স্বাভাবিক হয়েছে বন্দরের বানিজ্য কার্যক্রম ।
বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, আমদানি রপ্তানি শুরুর কিছুক্ষণ পরে ভারত থেকে একটি পাথর বোঝাই ট্রাক জিরো পয়েন্ট এলাকা দিয়ে হিলি বন্দরে প্রবেশ মুখে বিকল হওয়ায় আমদানি-রপ্তানি সাড়ে ৪ ঘন্টা বন্ধের পর পুনরায় চালু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম।
সোনালীনিউজ/এসআই/এসআই