• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

হাতিয়ায় কোষ্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক ১


নোয়াখালী প্রতিনিধি নভেম্বর ১৬, ২০২১, ১২:১৭ পিএম
হাতিয়ায় কোষ্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক ১

ইয়াবাসহ আটক

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে ৩৪৩ পিস  ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোষ্টগার্ড।

আটককৃত মো: রুবেল (৩১) হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডে চরকৈলাশ গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার ওচখালী বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, হাতিয়া কোষ্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার ওচখালী বাজারের একটি চা দোকানে অভিযান চালায়। এসময় ইয়াবা বিক্রি জন্য ওই চায়ের দোকানে অবস্থান করছিল ইয়াবা কারবারি রুবেল। পরে তার দেহ তল্লীশী করে ৩৪৩ পিস ইয়াবা জব্দ করে কোস্টগার্ড।

হাতিয়া কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে.খন্দকার শাফকাত হোসেন জানান, বিকালে আটককৃত মাদক কারবারিকে ইয়াবাসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া কোষ্টগার্ড বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় আসামিকে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সোনালীনিউজ/জেএ/এসআই 
 

Wordbridge School
Link copied!