• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

বিরামপুরে নির্বাচনী প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি নভেম্বর ১৬, ২০২১, ০৪:০৯ পিএম
বিরামপুরে নির্বাচনী প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রশাসনের মতবিনিময় সভা

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ  নির্বাচন-২০২১ইং এর নির্বাচনী প্রার্থীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল লতিফ এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে অংশ গ্রহণকারী সকল প্রার্থীদের নিয়ে অত্র উপজেলার সকল ইউনিয়নের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিতের লক্ষ্যে মতবিনিময় সভায় গঠণমুলক বক্তব্য রাখেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বারী-উল-করিম খান।

এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রমানিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেরাজ হোসেন, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভারপ্রাপ্ত কর্মকর্তা খাতিজা খাতুন প্রমুখ।

এসময় যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল হক, দিনাজপুর জেলার সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি আকরাম হোসেন, উপজেলার সাত ইউনিয়নের নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীগণ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এনএইচ/এসআই 
 

Wordbridge School
Link copied!