• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫ টি ককটেল উদ্ধার 


মুন্সীগঞ্জ প্রতিনিধি নভেম্বর ১৮, ২০২১, ০৩:৪৪ পিএম
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫ টি ককটেল উদ্ধার 

ককটেল উদ্ধার 

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর এলাকার ছাদেক দেওয়ানের বাড়ির পেছনে খালের পাড় থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি ডিবি আবুল কালাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে ছাদেক দেওয়ান এর বাড়ির পেছনে খাল পাড়ে ঝোপের মধ্যে হতে পরিত্যক্ত অবস্থায় ২ টি লাল বালতির মধ্যে হতে ১৫টি ককটেল উদ্ধার করি। এ বিষয়ে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে।

উল্লেখ্য আতংকের জনপদ মোল্লাকান্দিতে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রিপন হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মহসিনা হক কল্পনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আর এতে ব্যবহৃত হয় কককেল, টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্র।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!