• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

নদী থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার


বগুড়া প্রতিনিধি নভেম্বর ২১, ২০২১, ০১:২৩ পিএম
নদী থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

বগুড়া : বাঙালি নদীর সোনাকানিয়া এলাকা থেকে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী আইনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

এর আগে, শনিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে আইনুল তার দুই বন্ধুর সঙ্গে সাঁতরে নদী পার হচ্ছিল। দুই বন্ধু তীরে উঠতে পারলেও আইনুল নিখোঁজ হয়। স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

পরে রাজশাহী থেকে আসা পাঁচ সদস্যের ডুবুরি দল আইনুলের মরদেহ উদ্ধার করে। আইনুল সোনাকিয়া গ্রামের মো. আবুলের ছেলে। সে বয়ড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, আইনুলের মরদেহ আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!