• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

পরীক্ষার রুটিন দেখতে ভুল করায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


ঠাকুরগাঁও প্রতিনিধি নভেম্বর ২৩, ২০২১, ১১:৫৪ এএম
পরীক্ষার রুটিন দেখতে ভুল করায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ছবি : স্বপন কুমার রায়

ঠাকুরগাঁও : চলমান এসএসসি পরীক্ষায় ২১ নভেম্বর (রোববার) ছিল কারিগরি শিক্ষার্থীদের সর্বশেষ পরীক্ষা। তবে রুটিনে ভুল দেখার কারণে পরীক্ষা দিতে যায়নি স্বপন কুমার রায় (১৬) নামে এক কিশোর। পরে জানতে পারে সেদিন তার পরীক্ষা ছিল৷ এতে মানসিকভাবে ভেঙে পড়ে সে। পরে বাড়িতে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে স্বপন।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যায় স্বপন। এর আগে রোববার রাত ১১টার দিকে সে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়েনের ফরিঙ্গাদিঘী গ্রামের সুভাষ কুমার রায়ের ছেলে স্বপন। সে স্থানীয় নেকমরদ কারিগরি কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্বপনের বাবা সুভাষ কুমার রায় বলেন, রোববার স্বপনের পরীক্ষা ছিল। কিন্তু ভুল করে রুটিনে পরীক্ষা নেই দেখে ওইদিন সে পরীক্ষা দিতে যায়নি। পরে বিকেলে সহপাঠীর কাছে জানতে পারে তার পরীক্ষা ছিল। এ কথা শুনে স্বপন মানসিকভাবে ভেঙে পড়ে। রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে সে। আনুমানিক রাত ১১টার দিকে তার চিৎকারে জানতে পারলাম সে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়েছে৷ তার চিকিৎসার জন্য প্রথমে নেকমরদ ও রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সর্বশেষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সোমবার দুপুরে মারা যায়।

স্বপনের বন্ধু সোহান জানায়, আমরা পরীক্ষা দিতে গিয়ে দেখি স্বপন আসেনি৷ তখন ফোনে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি। পরে জানতে পারি সে সকালে তার বাবার সঙ্গে মাঠে ধান কাটতে গিয়েছিল।

রানীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা মরদেহ সৎকার করার জন্য এডিএম বরাবর একটি লিখিত আবেদন করেছেন। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!