• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ভোটার না হয়েও ভোট দিতে আসায় আটক দুই


বরগুনা প্রতিনিধি নভেম্বর ২৪, ২০২১, ১২:৩৬ পিএম
ভোটার না হয়েও ভোট দিতে আসায় আটক দুই

ছবি : ভোট দিতে আসায় আটক দুই

বরগুনা : বরগুনার সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনরায় ভোটগ্রহণে জাল ভোট দিতে এসে পুলিশের হাতে দু’জন আটক হয়েছেন। আটক দু’জনের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। এছাড়া অপরজন পরীরখাল এলাকার আব্দুল জলিল মৃধার ছেলে সজীব (২২)।

বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভোটগ্রহণের সময় এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন বলেন, ভোটার না হয়েও ভোট দিতে আসায় ওই কিশোর এবং যুবককে আটক করা হয়েছে। আপাতত দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!