• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগে ভোট বর্জন 


টাঙ্গাইল প্রতিনিধি নভেম্বর ২৮, ২০২১, ১২:৩৭ পিএম
প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগে ভোট বর্জন 

ছবি : স্বতন্ত্র প্রার্থী মো. মজিবর রহমান

টাঙ্গাইল : ভোট কারচুপির অভিযোগ তুলে মধুপুরে ৫নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. মজিবর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন।

রোববার (২৮ নভেম্বর) ভোট শুরু হওয়ার তিন ঘণ্টা পর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের আনারস প্রতীকের এই প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।

মজিবর রহমান বলেন, গোলাবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাসনই কেন্দ্রে আমার এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছে। শুধু তাই নয়, ১০টি কেন্দ্রেই একই অবস্থা। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

এছাড়া নির্বাচনে দায়িত্ব প্রিসাইডিং কর্মকর্তারাও এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এতে বাধ্য হয়ে ভোট বর্জন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। যদিও প্রিসাইডিং কর্মকর্তারা বলেছেন, এই ধরোনের কোনও অভিযোগ পাওয়া যায়নি।

সোনালীনিউজ/এমএস

Wordbridge School
Link copied!