• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

 চাকু নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশকালে আটক ২  


যশোর প্রতিনিধি নভেম্বর ২৮, ২০২১, ০৫:০২ পিএম
 চাকু নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশকালে আটক ২  

ছবি : সংগৃহীত

যশোর : বাঘারপাড়া উপজেলায় চাকু নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশকালে দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের পশ্চিম বলরামপুর সিনিয়র মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
 
আটকরা হলেন- ওই গ্রামের সোহরাবের ছেলে রনি (২৫) ও আব্দুল ওহাবের ছেলে জিয়াউর রহমান (৩৫)।
 
পুলিশ জানায়, ওই দুই যুবক চাকু নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় তাদের আটক করা হয়।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার গোলাম মোর্শেদ জানান, কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হচ্ছে। তবে কেন্দ্রের বাইরে থেকে দুজনকে আটক করা হয়েছে। 

সোনালীনিউজ/এমএস

Wordbridge School
Link copied!