• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নৌকা প্রার্থীর ভোট বর্জন


ঠাকুরগাঁও প্রতিনিধি নভেম্বর ২৮, ২০২১, ০৬:৫৪ পিএম
নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নৌকা প্রার্থীর ভোট বর্জন

ছবি : নৌকা প্রতীকের প্রার্থী সোহেল রানা

ঠাকুরগাঁও : বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন নৌকা প্রতীকের প্রার্থী সোহেল রানা।

রোববার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় দুওসুও ইউনিয়নের ৩ নম্বর মহিষমারি কেন্দ্রে এ অভিযোগ আনেন তিনি।

সোহেল রানা অভিযোগ করে বলেন, ‘আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জোর করে কেন্দ্র দখল করেছেন। তারা ব্যালট পেপার ছিঁড়ে সিল মেরে বাক্সে ঢুকিয়েছেন। পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের অনেক সদস্য সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এ ইউনিয়নে ভোট সুষ্ঠু হয়নি। তাই আমি এই ভোট বর্জন করলাম।’

তবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন দুওসুও ইউনিয়নে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান। তিনি বলেন, কেউ যদি অহেতুক অভিযোগ এনে ভোট বর্জন করেন তাহলে এর দায় তাকেই নিতে হবে। এছাড়া আমাদের লিখিতভাবে কিছু জানানো হয়নি।

সোনালীনিউজ/এমএস

Wordbridge School
Link copied!