• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নির্বাচনী ইতিহাসে প্রথম স্বতন্ত্রপ্রার্থী ও নৌকার ভোট ড্র


লালমনিরহাট প্রতিনিধি নভেম্বর ২৯, ২০২১, ১২:৩৩ পিএম
নির্বাচনী ইতিহাসে প্রথম স্বতন্ত্রপ্রার্থী ও নৌকার ভোট ড্র

ছবি : দুই চেয়ারম্যান প্রার্থী

লালমনিরহাট : কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় ফল স্থগিত করা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুবুর রহমান ও স্বতন্ত্রপ্রার্থী জাহাঙ্গীর আলম ৯ হাজার ৮৪০ ভোট করে পান।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মঞ্জুরুল হাসান জানান, আইন অনুযায়ী সমান সংখ্যক ভোট পাওয়ায় ওই ইউনিয়নে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হলেও পরাজিত হয়েছে চারজন। বাকি একটির ফল স্থগিত করা হয়।

সোনালীনিউজ/এমএস

Wordbridge School
Link copied!