• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

১২০ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন নৌকা প্রার্থী


পিরোজপুর প্রতিনিধি নভেম্বর ২৯, ২০২১, ০৫:২২ পিএম
১২০ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন নৌকা প্রার্থী

ছবি : নৌকা প্রার্থী এইচ এম আর কে খোকন

পিরোজপুর : কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. আবু সাইদ জয় পেয়েছেন। চশমা প্রতীক নিয়ে ২ হাজার ৬৪৪ ভোটে তিনি বেসরকারিভাব নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম আর কে খোকন পেয়েছেন ১২০ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে কাউখালি উপজেলা নির্বাচন কর্মকতা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নৌকা প্রতীকের প্রার্থী খোকন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলীয় মনোনয়নে মাত্র ১২০ ভোট পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা।

এছাড়া একই ইউনিয়নে নির্বাচন করা অটোরিকশা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৩ ভোট, জাতীয় পার্টি (জেপি, মঞ্জু) সমর্থিত বাইসাইকেল প্রতীক নিয়ে এলিজা সাঈদ পেয়েছেন ২ হাজার ২৯৯ ভোট, আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন পলাশ পেয়েছেন ১ হাজার ৭৪৩ ভোট, মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মাছুম হোসেন পেয়েছেন ১০৫ ভোট।

এদিকে চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদেরও নির্বাচন হয়েছে। এতে চশমা প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লাইকুজ্জামান মিন্টু ২ হাজার ২৭৬ ভোট পেয়ে বেসারকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়পার্টি (জেপি, মঞ্জু) সমর্থিত বাইসাইকেল প্রতীক নিয়ে বজলুর রশিদ নান্নু পেয়েছেন ১ হাজার ৯২৮ ভোট।

সোনালীনিউজ/এমএস

Wordbridge School
Link copied!