নোয়াখালী : জন্মদিনে পথশিশু ও ছিন্নমূল শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার (১ ডিসেম্বর) দুপুরে পৌরসভার মিলনায়তনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আমি ১৯৫৯ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেছি। আজ নিজের ৬২তম জন্মদিনে ৩০০ পথশিশুকে নিয়ে মধ্যাহ্নভোজ করেছি। এ ছাড়া দিনের শুরুতে ১ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি।
কাদের মির্জা আরও বলেন, আমার বাবা একজন স্কুলশিক্ষক ছিলেন। বড় ভাই ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি আমাদের পরিবারকে আগলে রেখেছেন। আজকের এই দিনে বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাদের মির্জা বসুরহাট পৌরসভার তিনবারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় দলের স্থানীয় সংসদ সদস্যদের নিয়ে মন্তব্য করে সারাদেশে আলোচনার জন্ম দেন তিনি।
সোনালীনিউজ/এমএস
আপনার মতামত লিখুন :