• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হোসনে আরা বেগম


বগুড়া প্রতিনিধি ডিসেম্বর ১৩, ২০২১, ০৫:২২ পিএম
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হোসনে আরা বেগম

ছবি : ‘জননী নারী’ পুরোস্কার প্রদান অনুষ্ঠান

বগুড়া : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ০৯ ডিসেম্বর ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় সফল ‘জননী নারী’ ক্যাটাগরিতে বগুড়ার সোনাতলা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেয়েছেন মোছা. হোসনে আরা বেগম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানুর সভাপতিত্বে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত পাঁচ জয়িতা। তাদের হাতে সম্মাননা পদক তুলে দেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, সোনাতলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধক্ষ্য আব্দুল মালেক, সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজাসহ প্রমুখ।

‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা মোছা. হোসনে আরা বেগম সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. হাফিজার রহমানের স্ত্রী। হোসনে আরা বেগম সোনাতলা সরকারি বিশ্বনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তার একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছেন।

বড় সন্তান মোছা. শাম্মীনাজ জান্নাত কেমি ও ছেলে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মেহেদী হাসান লেমন।

Wordbridge School
Link copied!