• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নিখোঁজের পর ডোবায় মিললো কিশোরীর মরদেহ, টেনে তুললো কুকুর


মুন্সিগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ১৬, ২০২১, ১১:৫৮ এএম
নিখোঁজের পর ডোবায় মিললো কিশোরীর মরদেহ, টেনে তুললো কুকুর

কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজেং নিখোঁজের পর হুমায়ারা হিমু (১০) নামের এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার স(১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা কনকসার কাহেতারা এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত হিমু স্থানীয় মো. হানিফ হোসেনের মেয়ে। এর আগে বুধবার দুপুর ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে হিমু নিখোঁজ ছিলো বলে জানিয়েছে পরিবার।

নিহতের পরিবার সূত্রে জানাযায়, বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই কিশোরী। পরে অনেক খোঁজ করে না পাওয়া রাতে এবিষয়ে লৌহজং থানায় একটি সাধারণ ডাইরি করে নিহতের পিতা হানিফ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের ডোবার পাশে একটি অর্ধ ভাসমান বস্তা কুকুরকে টানতে দেখে সন্দেহ হলে বস্তাটি খুলে ওই কিশোরীর মরদেহ পাওয়া যায়। এঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

লৌহজং থানার এসআই  রাজু মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে মেয়েটি গতকাল থেকে নিখোঁজ ছিলো। তবে প্রকৃতঘটনা কি তা মরদরহে ময়নাতদন্ত শেষে ও তদন্ত সাপেক্ষ বলা যাবে, তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৃতদেহের শরীরে কোথায় আঘাতের চিহ্ন না পাওয়া গেল গলার মধ্যে দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বস্তা ফেলে দিয়ে গেছে। মামলা প্রক্রিয়াধীন এবং পোস্ট মর্গের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে। 

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!