• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে গৌরব ও ঐতিহ্যের বিজয়ের ৫০ বছর পুর্তি


ঝিনাইদহ প্রতিনিধি ডিসেম্বর ১৬, ২০২১, ০২:৩৮ পিএম
বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে গৌরব ও ঐতিহ্যের বিজয়ের ৫০ বছর পুর্তি

বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে

ঝিনাইদহ: ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে গৌরব ও ঐতিহ্যের মহান বিজয় দিবসের ৫০ বছর পুর্তি। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সুচনা করা হয়।সকাল ৭ টায় শহরের প্রেরণা একাত্তর চত্বরে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসন, পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও কুচকাওয়াজ, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সকাল ৯টার ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস দিবস উপলক্ষে আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুর করিম মিন্টুর নেতৃত্বে এক বিশাল মিছিল পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ন রাস্তা প্রদক্ষিন শেষে মুজিব চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে একাত্তর চত্বরে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

তাছাড়া বিএনপির পক্ষ থেকেও বিশাল এক মিছিল শেষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল, জেলখানা, শিশুকেন্দ্র, এতিমখানা ও ভবঘুরে কেন্দ্রে উন্নত খাবার পরিবেশন করা হয়। জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপসানালয়ে দেশ এবং জাতীর মসৃদ্ধ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। জেলার সকল সিনেমা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা প্রদর্শন ও একই সময়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগিতা, এবং বিকাল ৩টা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা একাদশের প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

সোনালীনিউজ/এটি/এসআই

Wordbridge School
Link copied!