• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নৌকার ব্যানার-পোস্টারে দুর্বৃত্তদের আগুন


গোপালগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ১৯, ২০২১, ০৫:৫৫ পিএম
নৌকার ব্যানার-পোস্টারে দুর্বৃত্তদের আগুন

ছবি : নৌকার ব্যানার-পোস্টারে আগুন

গোপালগঞ্জ : কোটালীপাড়ায় শুয়াগ্রাম ইউপি নির্বাচনে নৌকার ব্যানার-পোস্টারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে ইউনিয়নের নারায়ণখানা, সাতুরিয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় আগুন দিয়ে ব্যানার-পোস্টার পুড়িয়ে ফেলা হয়েছে।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ বলেন, শনিবার রাতে নেতা-কর্মীদের নিয়ে উপজেলা সদরে আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতির অনুষ্ঠানে ছিলাম। এ সুযোগে প্রতিপক্ষ স্বতন্ত্রপ্রার্থী ডা. জাহিদ হোসেন খান রিন্টুর (আনারস প্রতীক) কর্মী সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি করছি।

এ বিষয়ে ডা. জাহিদ হোসেন খান রিন্টু বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমার কোনো কর্মী সমর্থক মাঠে নেই।

শুয়াগ্রাম ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জসীম উদ্দীন শেখ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!