• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

ব্যবসায়ীকে হত্যা করে তাবলীগ জামাতে যান মুয়াজ্জিন 


কিশোরগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ২২, ২০২১, ১২:২১ পিএম
ব্যবসায়ীকে হত্যা করে তাবলীগ জামাতে যান মুয়াজ্জিন 

ছবি (প্রতীকী)

কিশোরগঞ্জ : চাঞ্চল্যকর ও ক্লু-লেস ‘ব্যবসায়ী রমিজ উদ্দীন হত্যাকাণ্ড’র রহস্য উদঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। কিশোরনঞ্জের সদর এলাকার এ ঘটনায় তাবলীগ জামাতের চিল্লারত অবস্থায় আত্মগোপনে থাকা হত্যাকারী মুয়াজ্জিন জাকির হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, সম্প্রতি কিশোরগঞ্জ সদর এলাকায় ব্যবসায়ী রমিজ উদ্দীন হত্যা করে পালিয়ে যান মুয়াজ্জিন জাকির হোসেন। এ ঘটনায় র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে চিল্লারত অবস্থায় মুয়াজ্জিন জাকির হোসেনকে লক্ষ্মীপুরের রামগতি থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আগামীকাল বুধবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!