• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

জমি বিরোধে শ্বশুরের হাতে জামাই খুন


বরগুনা প্রতিনিধি জানুয়ারি ২, ২০২২, ০৫:৩৬ পিএম
জমি বিরোধে শ্বশুরের হাতে জামাই খুন

ছবি (প্রতীকী)

বরগুনা : জমি নিয়ে বিরোধের জেরে চাচাশ্বশুরের হাতে জামাই নিহত হয়েছেন। বরগুনার বেতাগী সদর ইউনিয়নের ভোলানাথপুর গ্রামে রোববার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ধলু মৃধা (৬০)। তিনি একই এলাকার মৃত মোজাফফর মৃধার ছেলে। এসময় নিহতের ছেলে হাসান মৃধা (২০) আহত হন।

স্থানীয় ও স্বজনরা জানান, ধলু মৃধার সঙ্গে জমি নিয়ে তার চাচাশ্বশুর রফিক মল্লিকের (৫৫) বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে সকালে রফিক মল্লিক ওই জমি নিজের দখলে নেওয়ার জন্য লোকজন নিয়ে মাপতে আসেন। এ সময় ধলু মৃধা বাধা দিলে শ্বশুর রফিকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রফিক তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ধলু মৃধা ও তার ছেলের ওপর হামলা চালায়।

স্থানীয়রা গুরুতর আহত ধলু মৃধাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!