• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

লক্ষ্মীপুরে নবনির্বাচিত ইউপি সদস্যসহ ৭ জনের যাবজ্জীবন


লক্ষ্মীপুর প্রতিনিধি জানুয়ারি ৩, ২০২২, ০৬:৫৮ পিএম
লক্ষ্মীপুরে নবনির্বাচিত ইউপি সদস্যসহ ৭ জনের যাবজ্জীবন

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর : সন্ত্রাসী বাহিনীর প্রধান আনোয়ার হোসেন হত্যা মামলায় নবনির্বাচিত ইউপি সদস্য মো. ইসমাইলসহ সাতজনের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যার ঘটনায় জড়িত থাকায় সাতজনকে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি পাঁচ আসামি পলাতক। এছাড়া মামলার আরও ১১ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন দত্তপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. ইসমাইল ও তার বাবা সাবেক ইউপি সদস্য আবদুল আজিজ, ভাই মো. সবুজ, বিল্লাল হোসেন বিপ্লব, ইব্রাহিম হোসেন, মো. মানিক ও আবুল কাশেম। এর মধ্যে কাশেম ও ইসমাইল আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সন্ত্রাসী বাহিনী প্রধান প্রয়াত নূর হোসেন শামিমের ভাই। ২০১১ সালের ৪ জুন রাতে আনোয়ার দত্তপাড়া বাজারে যান। এসময় আসামিরা তাকে উদ্দেশ করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরদিন তার ভাই আশেক ই এলাহি বাবুল বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলাটি সিআইডি তদন্ত করে ১৮ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ১০ জানুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি ও ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সোনালীনিউজ/এসএস

Wordbridge School
Link copied!