• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

মুন্সিগঞ্জে ৭ ইউনিয়নে শুরু হয়েছে ভোট গ্রহণ


মুন্সিগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ৫, ২০২২, ০২:০৭ পিএম
মুন্সিগঞ্জে ৭ ইউনিয়নে শুরু হয়েছে ভোট গ্রহণ

ছবি : পঞ্চমধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

মুন্সিগঞ্জ : পঞ্চমধাপে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বুধবার (০৫ জানুয়ারি) ৭টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। সকাল ৮টা থেকে ৭টি ইউনিয়নের মোট ৬৬টি ভোট কেন্দ্রে ৩২০টি কক্ষে ভোট গ্রহণ শুরু হয়। এর আগে মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্র পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। আজ সকালে পাঠানো হয় ব্যালট।

এবার নির্বাচনে ভোটার সংখ্যা মোট ১লাখ ১২হাজার ৩০৬জন।  এরমধ্যে নারী ভোটার ৫৪ হাজার ৫৯৬জন ও পুরুষ ৫৭হাজার ৭১০জন। 

এদিকে ৬৬টি কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ন হিসাবে বিবেচনা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে মোতায়েন আছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ সূত্রে জানা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচনে ৬শতাধিক পুলিশ সদস্য সহ আনসার, বিজিবি ও বিভিন্ন স্তরে দুই হাজার অধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৮জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮১জন ও সাধারণ সদস্য পদে ২৩৬জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোনালীনিউজ/এমএএস /এসএন

Wordbridge School
Link copied!