• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

তীব্র শীতের মাধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৪ ইউনিয়ন ভোটগ্রহণ চলছে


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  জানুয়ারি ৫, ২০২২, ০২:১৮ পিএম
তীব্র শীতের মাধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৪  ইউনিয়ন ভোটগ্রহণ চলছে

ছবি : ১৪ ইউনিয়ন ভোটগ্রহণ চলছে

চাঁপাইনবাবগঞ্জ : ইউনিয়ন পরিষদের ৫ম দফা নির্বাচনে বুধবার (০৫ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ১৪টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এভোট গ্রহন চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। 

তীব্র শীতের মাধ্যেও ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত। তবে দুপুরে ভোটারদের উপস্থিতিতে আরো বাড়বে বলে ধারনা করা হচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা কাজ করছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও র‌্যাব সদস্যরা টহলে রয়েছে। এছাড়া মাঠে রয়েছে ভ্রাম্যমান আদালত।

১৪ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬ জন ও সাধারণ সদস্য পদে ৫৪৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মোট ১৩৪ টি ভোট কেন্দ্রে ২ লাখ ৬৭ হাজার ৪৩৫ জন ভোটার  তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ২৪১ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩২ হাজার ১৯৪  জন। 

জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, শান্তিপুর্নভাবে ভোট গ্রহন চলছে। এখন পর্যন্ত কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

সোনালীনিউজ/এমএমএস /এসএন

Wordbridge School
Link copied!