• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ


মুন্সীগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ৭, ২০২২, ০২:০৫ পিএম
মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

কম্বল বিতরণ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউপি বিএনপির উদ্যোগে বড় মোকাম গ্রামে এই কম্বল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ। গাঁওদিয়া ইউপি বিএনপির সভাপতি আলহাজ্ব শাহ-আলম সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আলহাজ সাহজাহান খান,আলহাজ হাসান উদ্দিন মোল্লা,নজরুল ইসলাম তালুকদার মোল্লা, আলহাজ্ব হাবিবুর রহমান অপু চাকলাদার, এম শুভ আহমেদ, আলহাজ্ব এমএ লতিফ ঢালী, আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, হাজী মো: মুক্তার হোসেন খান প্রমূখ।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!