• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন


কক্সবাজার প্রতিনিধি জানুয়ারি ১৮, ২০২২, ১১:৩৮ এএম
রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন

ছবি : সংগৃহীত

কক্সবাজার : উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সপ্তাহ যেতে না যেতেই আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ২৯টি বসতঘর। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার কুতুপালং ইরানি পাহাড়ের ৫ নং ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে উখিয়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে আগুনে ইরানি পাহাড়ের সাব ব্লক-বি/৩-এর ২৫টি এবং ডি/২-এর চারটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে গত ৯ জানুয়ারি উখিয়ার ১৬ নং ও ২ জানুয়ারি ২ নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলতি মাসে এটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তৃতীয় অগ্নিকাণ্ডের ঘটনা।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!