• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রড দিয়ে পিটিয়ে মাকে হত্যা


সিলেট প্রতিনিধি জানুয়ারি ২৩, ২০২২, ০৫:৫১ পিএম
রড দিয়ে পিটিয়ে মাকে হত্যা

ছবি (প্রতীকী)

সিলেট : জৈন্তাপুরে রড দিয়ে পিটিয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে আবুল হাসনাত (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে।

রোববার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়নব বিবি (৬০)। তিনি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউপির উত্তর মহাইল গ্রামের তজম্মুল আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, ছেলেরা অবাধ্য হওয়ায় তজম্মুল আলী ও আয়নব বিবি তাদের সহায়-সম্পত্তি একমাত্র মেয়েকে লিখে দেন। এরপর থেকে তাদের সঙ্গে সম্পত্তি ও টাকা নিয়ে ঝগড়া-বিবাদ করে আসছেন আবুল হাসনাত। এতে আবুল হাসনাত মা-বাবার ক্ষিপ্ত হয়ে রোববার (২৩ জানুয়ারি) সকালে রড দিয়ে মায়ের মাথায় আঘাত করেন।

তাকে উদ্ধার করে স্বজনরা জৈন্তাপুরের একটি বেসরকারি মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, আবুল হাসনাতকে আটক করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত রডও জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!