• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

প্রকা‌শ্যে নৌকায় ভোট নেওয়ার অভিযোগ


টাঙ্গাই‌ল প্রতিনিধি জানুয়ারি ৩১, ২০২২, ১১:৫৬ এএম
প্রকা‌শ্যে নৌকায় ভোট নেওয়ার অভিযোগ

ছবি : সংগৃহীত

টাঙ্গাই‌ল : গোপালপু‌র উপজেলায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে জোরপূর্বক প্রকাশ্যে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে। ই‌ভিএ‌মে ভোটার তার আঙ্গু‌লের ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গোপন বু‌থ থে‌কে বাটন টি‌পে ভোট দেওয়ার অ‌ভি‌যোগ ‌উঠেছে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
 
সোমবার (৩১ জানুয়া‌রি) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে উপ‌জেলার আলমনগর ইউ‌নিয়‌নের জয়নগর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রে স‌রেজ‌মি‌নে এমন চিত্র দেখা গে‌ছে। ওই কেন্দ্রে ১৯৯৬টি ভোট র‌য়ে‌ছে।
 
ভোট দিতে আসা রজব আলী ব‌লেন, কে‌ন্দ্রের ভেতর নৌকার এ‌জন্টরা প্রকা‌শ্যে ভোট দি‌তে চাপ দি‌চ্ছে। এ ছাড়া মে‌শি‌নে আঙ্গু‌লের ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তারাই ভোট দি‌য়ে দি‌চ্ছে।
 
ভোটাররা জানান, কে‌ন্দ্রে দা‌য়িত্বপ্রাপ্ত পোলিং অ‌ফিসার‌দের অ‌ভি‌যোগ দি‌য়েও কোনো লাভ হচ্ছে না। 

অভিযোগের বিষ‌য়ে জয়নগর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্রিসাই‌ডিং অফিসার প্রদীপ কুমার পাল ব‌লেন, ভোটগ্রহ‌ণের শুরু‌তে প্রথম‌দি‌কে জোরপূর্বক ভোট নেওয়ার ঘটনা ঘ‌টে‌ছিল। প‌রে আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস্যদের সহায়তায় প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনা হ‌য়ে‌ছে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!