• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সন্ধ্যায় বেরিয়েছিল কিশোরী, পরের দিন লাশ মিলল খালে


চট্টগ্রাম প্রতিনিধি ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৫:১১ পিএম
সন্ধ্যায় বেরিয়েছিল কিশোরী, পরের দিন লাশ মিলল খালে

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যেষ্ঠপুরা এলাকার ভাণ্ডালজুরি খাল থেকে এক কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই কলেজছাত্রীর নাম ফৌজিয়া ফারিহা রাফি (২২)। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম৷ 

ওই কলেজছাত্রী খরণদ্বীপ এলাকার এটিএম আনসার উল্লাহর মেয়ে। তিনি স্যার আশুতোষ কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। 

পুলিশ কর্মকর্তা সাইফুল বলেন, কর্ণফুলী নদী ও ভাণ্ডালজুড়ি খালের মোহনায় কাদার মধ্যে মরদেহটি আটকে ছিল। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহালে তরুণীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। 
 
পুলিশ সূত্রে জানা গেছে, ওই কলেজছাত্রো মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। এর আগে পরিবারের অন্য ভাই-বোনদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!