• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৬১ জন


চট্টগ্রাম প্রতিনিধি ফেব্রুয়ারি ২২, ২০২২, ১১:১৯ এএম
চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৬১ জন

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১২টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার তুলনায় ২ দশমিক ৪২ শতাংশ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৫২ জন নগর এলাকার এবং ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৪৬ জন। এর মধ্যে নগর এলাকায় ৯১ হাজার ৭৪৬ জন এবং উপজেলার ৩৪ হাজার ৪০০ জন।

এছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন নগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। করোনা সংক্রমণ রোধে টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!