• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আ. লীগ নেত্রী ববিতা গ্রেফতার


চট্টগ্রাম প্রতিনিধি মার্চ ৮, ২০২২, ১১:৫৪ এএম
আ. লীগ নেত্রী ববিতা গ্রেফতার

আওয়ামী লীগ নেত্রী ববিতা বড়ুয়া

ঢাকা : দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী ববিতা বড়ুয়াকে (৪৮) গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনটি চেক জালিয়াতির মামলায় সোমবার (৭ মার্চ) নগরের লাভলেইনের আবেদীন কলোনির বাসা তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ববিতা বড়ুয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ পদে রয়েছেন।

পুলিশ জানায়, চেক জালিয়াতির অভিযোগে ২০২১ সালে তার বিরুদ্ধে তিনটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। ওইসব মামলায় তাকে ২০ লাখ টাকা জরিমানাও করা হয়।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন জানিয়েছেন, চেক জালিয়াতির তিনটি মামলায় সাজাপ্রাপ্ত ববিতা বড়ুয়াকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে মহানগর যুগ্ম দায়রা জজ আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!