• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি    এপ্রিল ২, ২০২২, ১১:৩৪ এএম
সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ফাইল ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

মৃতরা হলেন- চান্দপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৫), একেই গ্রামের দিপু দাসের ছেলে রক্তিম দাস (৬) ও দীপক দাসের ছেলে বৃন্দা রানী দাস (৭)।

শুক্রবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে চান্দপুর গ্রামের পার্শ্ববর্তী বালি বিলের একটি গর্ত থেকে তিন জনের লাশ পাওয়া যায়। 

গ্রামের লোকজন জানায়, উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের ওই শিশুদেরকে সকাল সাড়ে ১১টা থেকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজাখুঁজি করে। এক পর্যায়ে গ্রামের নিকটবর্তী বালি বিলে তাদের লাশ পাওয়া যায়। ধারনা করা হচ্ছে খেলাধুলা করতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে।

তিন শিশু নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানা ওসি সাইফুল ইসলাম। 

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!