• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী


রংপুর প্রতিনিধি মে ৮, ২০২২, ১১:৪৭ এএম
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী

ফাইল ছবি

রংপুর : লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। 

শনিবার (৭ মে) রাত আড়াইটার দিকে তাকে রমেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) চিকিৎসক শাকিল গফুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে লালমনিরহাটের কালীগঞ্জে গ্রামের বাড়িতে থাকার সময় মন্ত্রীর বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। আড়াইটার দিকে তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে আনা হয়। তাকে সিসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতালের পরিচালক রেজাউল করিম বলেন, ‘মন্ত্রী মহোদয় এখন ভালো আছেন। কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এ কারণে ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছে।’

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন সমাজকল্যাণমন্ত্রী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটায় তাকে রমেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাকিল গফুরের তত্ত্বাবধানে আছেন। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!