• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, চালকসহ নিহত ২


নাটোর প্রতিনিধি মে ১৮, ২০২২, ১০:১২ এএম
নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, চালকসহ নিহত ২

ছবি : সংগৃহীত

নাটোর : নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মনিরুজ্জামান (৩৫) ও আল-মাহবুব (৪৩)। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মে) রাত ৩টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার নগর ইউনিয়নের কয়েন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে আল মাহবুব ও চালক একই উপজেলার তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে মনিরুজ্জামান।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন বলেন, উপজেলার কয়েন এলাকায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে পঞ্চগড় থেকে পাবনাগামী বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসেটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত তিনজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসআই বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি বনপাড়া হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!