• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

স্কুল শিক্ষার্থীর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন 


মুন্সীগঞ্জ প্রতিনিধি  মে ২৪, ২০২২, ০৩:০১ পিএম
স্কুল শিক্ষার্থীর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন 

প্রতিনিধি

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের কে. কে. গভ. ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী অঙ্কন দত্তের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। 

আজ মঙ্গলবার (২৪ মে) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন করেন।

এ মানববন্ধনে স্কুল শিক্ষার্থী, সংস্কৃতি সংগঠন ও সামাজিক সংগঠনসহ বেশ কয়েকটি সংগঠন অঙ্কন দত্তের হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

উল্লেখ্য, গত ৭ মার্চ দুপুরে কোচিং শেষ করে তার নিজ বাড়িতে ফেরার পথে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। ১৯ মে ভোর ৪ টায় রাজধানীর ঢাকার একটি হাসপাতালে ৪৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা হলেও ঘটনার সাথে জড়িতদের চিন্থিত করতে পারেনি পুলিশ।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!