• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আ.লীগে যোগ দেওয়ার প্রশ্নে যা বললেন সাক্কু


কুমিল্লা প্রতিনিধি জুন ১৪, ২০২২, ০৫:২৯ পিএম
আ.লীগে যোগ দেওয়ার প্রশ্নে যা বললেন সাক্কু

ফাইল ছবি

কুমিল্লা : আমি আওয়ামী লীগে যোগ দিলে প্রায় ৬ মাস আগেই দিতে পারতাম। ৬ মাস আগ থেকে তো ইলেকশনের কার্যক্রম শুরু হয়েছে। এমন অনেক অফার এসেছিল। দল পরিবর্তনের রাজনীতি আমি কখনোই করিনি বলে জানিয়েছেন, কুমিল্লা সিটি নির্বাচনে মেয়রপ্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু বলেন, প্রায় ৪৪ বছর ধরে রাজনীতি করি, সব সময় একভাবেই চলেছি। মেয়র তো দু’বার হয়েছি, এবার তো ধরেন বোনাস। ভোটাররা সবাই ভোটের জন্য উদগ্রীব হয়ে আছেন। ইভিএম বা অন্য কোনো সমস্যা নয়, ভোট দিতে পারবে কি না, এ আশঙ্কাই করছেন সবাই।

তিনি আরও বলেন, সবার প্রশ্ন আমরা ভোট দিতে যেতে পারব কি না। কিন্তু এ দায়িত্ব তো আমার না। এটা সিইসি, ডিসি ও কর্মকর্তাদের দায়িত্ব। আমি বারবার অনুরোধ করছি জনগণের এ বিশ্বাসটুকু রাখেন। যাকেই দিক, মানুষ যেন এবার অন্তত নিজের ভোটটা দিতে পারে। এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ, তা সন্তোষজনক। আমি বারবারই বলছি এবার আমাদের চেয়ে নির্বাচন কমিশনের ভাবমূর্তি রক্ষার বিষয়টি মূল।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!