• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘কুমিল্লা শান্তির শহর, সন্ধ্যায় নৌকার বিজয় মিছিল হবে’


কুমিল্লা প্রতিনিধি জুন ১৫, ২০২২, ১২:৪৫ পিএম
‘কুমিল্লা শান্তির শহর, সন্ধ্যায় নৌকার বিজয় মিছিল হবে’

ভোট দিয়ে বিজয় চিহ্ন দেখালেন আ.লীগের আরফানুল হক রিফাত

কুমিল্লা : আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বলেছেন, কুমিল্লা শান্তির শহর। এখানে সবাই মিলে নির্বাচন করছে। কোনো আশঙ্কা নেই। সন্ধ্যায় নৌকার বিজয় মিছিল হবে।

বুধবার (১৫ জুন) সকালে কুমিল্লা সিটি করপোরেমন নির্বাচনে ভোট দিয়ে এ কথা বলেছেন মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি সকাল নয়টার দিকে নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভোট দেন।

এসময় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত জানান, ভোটের পরিবেশ চমৎকার। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। ৬০ থেকে ৭০ শতাংশ ভোটার ভোট দেবে বলে মন্তব্য করেছেন তিনি। মেয়র প্রার্থী রিফাত আরও বলেন, নির্বাচনে যিনিই জয়লাভ করুক না কেন, তাকে ফুলের মালা দেবো।

এদিন নির্ধারিত সময়েই শুরু হয়েছে কুসিক নির্বাচনের ভোটগ্রহণ। যদিও নির্ধারিত সময়ের বেশ আগে থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। সকাল ৮টায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে বিভিন্ন কেন্দ্রে ভোটাররা অভিযোগ করেছেন, ধীর গতিতে ভোট নেয়া হচ্ছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!